শনিবার, ৯ নভেম্বর ২০১৩
রাজশাহীতে ১৮ দলের মিছিল-সমাবেশ, আটক ১৭
Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে ১৮ দলের মিছিল-সমাবেশ, আটক ১৭বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আটক ও রোববার থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
শনিবার দুপুরে মহানগরীর ভুবনমোহন পার্ক থেকে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ১৮ দল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে হরতাল স্বতঃস্ফুর্তভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ১৮ দলের নেতারা।
একই সঙ্গে আটক বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান বক্তারা।
এদিকে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। এর মধ্যে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এবং জাময়াত-শিবিরের মহানগর পর্যায়ের নেতা-কর্মীরাও রয়েছেন।
মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মহাববুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:৫০:২৫ ৩৭৮ বার পঠিত