শনিবার, ৯ নভেম্বর ২০১৩

ঢাকা জজ কোর্টের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ

Home Page » জাতীয় » ঢাকা জজ কোর্টের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ
শনিবার, ৯ নভেম্বর ২০১৩



shirajgon_hartal_bnp_rajshahi_25265.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পুরান ঢাকার জনসন রোডে হরতালের সমর্থনকারী ৩টি ককটেল বিস্ফোরণ করেছে। শনিবার সকাল ১১টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন। হরতালের সমথর্কেরা ঢাকা মহানগর দায়রা জজ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মিছিল করার সময় এসব ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যায়। কোতয়ালি থানার এসআই শহীদুল ইসলাম ককটেল বিস্ফোরণের কথা নিশ্চিত করে বলেন, হরতালের সমর্থকেরা সকাল ১১টার দিকে জনসন রোডে একটি মিছিল করেন। ওই মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। উল্লেখ্য, রোববার ভোর ৬টা থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে এটি ৩য় দফা হরতাল। শুক্রবার বিকেলে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৭   ৪১৬ বার পঠিত