শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩
শেষের কবিতা ( এ,কে,এম সিরাজুল ইসলাম)
Home Page » বিনোদন » শেষের কবিতা ( এ,কে,এম সিরাজুল ইসলাম)
এ,কে,এম সিরাজুল ইসলাম
শেষের কবিতা
আমি এসেছি এ জগতে কোন এক সময়ে
ছোট হতে বড় হয়েছি কাঁটিয়েছি অনেক দিবারাত
কখনও সুখে কখনও দুখে কখনও হাসিতে কখনও কান্নায়
মানুষ এ পৃথিবীতে আসে আবার এ পৃথিবীতে থেকে চলে যায়
এ যে নিয়তির খেলা, নিয়তিরই বিধান
এ পৃথিবীর মানুষ বলে
পৃথিবীটা পাপে ভরা
পুন্য করে যারা সুখ করে
তারা লুন্ঠন করে যারা বড় হয় তারা
মারামারি করে, অন্যের ধন চুরি করে
বিলাসিতায় কাটায় তারা জীবন জীবিকা
কেউ বা অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মরে
কে কার স্মরণ রাখে
এ জগত এক বিচিত্র জগত মানুষ চেনা দায়
মানুষের সাথে মানুষের হানাহানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি
বীভৎস দৃশ্য দেখা যায় অহরহ মাঠে-ঘাটে পথে-প্রান্তরে
সুন্দর পৃথিবীর এই লীলাভূমিতে
কতনা ধ্বংস কতনা অবিচার, অনাচার, অন্যায়
কেউ বা দেখে কেউ বা দেখেনা
চলে অবিরাম এক খেলা
মানুষ মানুষের জন্যে, সবাই সবার জন্যে
একি নিয়ম মেনে চলি আমরা
সুন্দর এই পৃথিবী, সুন্দর এই পৃথিবীর প্রকৃতি
কত না বিচিত্র এ পৃথিবীর মানুষগুলো
দুঃখ হয় এত সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে
তবু আমাকে আপনাকে শেষ বিদায় নিতে হবে
শেষ হবে চিরতরে আমার আপনার জীবনের সব কথা
চিরতরে শেষ হবে আমার শেষের কবিতা।
বাংলাদেশ সময়: ২১:৪১:২৯ ৫২৩ বার পঠিত