শেষের কবিতা ( এ,কে,এম সিরাজুল ইসলাম)

Home Page » বিনোদন » শেষের কবিতা ( এ,কে,এম সিরাজুল ইসলাম)
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩



 274467_100001176169392_1770292871_q2.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ,কে,এম সিরাজুল ইসলাম

শেষের কবিতা

আমি এসেছি এ জগতে কোন এক সময়ে

ছোট হতে বড় হয়েছি কাঁটিয়েছি অনেক দিবারাত

কখনও সুখে কখনও দুখে কখনও হাসিতে কখনও কান্নায়

মানুষ এ পৃথিবীতে আসে আবার এ পৃথিবীতে থেকে চলে যায়

এ যে নিয়তির খেলা, নিয়তিরই বিধান

এ পৃথিবীর মানুষ বলে

পৃথিবীটা পাপে ভরা

পুন্য করে যারা সুখ করে

তারা লুন্ঠন করে যারা বড় হয় তারা

মারামারি করে, অন্যের ধন চুরি করে

বিলাসিতায় কাটায় তারা জীবন জীবিকা

কেউ বা অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মরে

কে কার স্মরণ রাখে

এ জগত এক বিচিত্র জগত মানুষ চেনা দায়

মানুষের সাথে মানুষের হানাহানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি

বীভৎস দৃশ্য দেখা যায় অহরহ মাঠে-ঘাটে পথে-প্রান্তরে

সুন্দর পৃথিবীর এই লীলাভূমিতে

কতনা ধ্বংস কতনা অবিচার, অনাচার, অন্যায়

কেউ বা দেখে কেউ বা দেখেনা

চলে অবিরাম এক খেলা

মানুষ মানুষের জন্যে, সবাই সবার জন্যে

একি নিয়ম মেনে চলি আমরা

সুন্দর এই পৃথিবী, সুন্দর এই পৃথিবীর প্রকৃতি

কত না বিচিত্র এ পৃথিবীর মানুষগুলো

দুঃখ হয় এত সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে

তবু আমাকে আপনাকে শেষ বিদায় নিতে হবে

শেষ হবে চিরতরে আমার আপনার জীবনের সব কথা

চিরতরে শেষ হবে আমার শেষের কবিতা।

বাংলাদেশ সময়: ২১:৪১:২৯   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ