শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩

মরুর বুকে সবুজ গ্রাম!

Home Page » এক্সক্লুসিভ » মরুর বুকে সবুজ গ্রাম!
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩



320131106013856.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মরুভূমির বুকে ছোট্ট একটি সবুজ গ্রাম হুয়াকাছিনা। পেরুর ইকা প্রদেশের ইকা শহরের কাছে অবস্থান গ্রামটির। জনসংখ্যা মাত্র ১১৫ জন। নয়নাভিরাম একটি প্রাকৃতিক লেক কেন্দ্র করেই গ্রামটি গড়ে উঠেছে। এটেকামা মরুভূমির প্রান্তে এর অবস্থান। ইকা শহরের স্থানীয়দের জন্য এটি একটি রিসোর্ট হিসেবে প্রথমে গড়ে ওঠে। সেখান থেকে রূপ নেয় গ্রামে। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মরুভূমির এই ‘সবুজ হীরা’ লুকানো কঠিন হয়ে পড়ে। বর্তমানে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় জমান। দলবেঁধে বালুচূড়ার উপর দাঁড়িয়ে মরুভূমির বুকে সূর্যাস্ত দেখা সত্যি শ্বাসরুদ্ধকর অনুভূতির। মরুভূমির বুকে এই উপহ্রদে আপনি সাঁতারও কাটতে পারবেন। এটা ভাবতে সত্যি অবাক লাগে! আর রাতের আলোয় বালুরাশির মাঝের এক চিলতে আলো হুকাছিনাকে করে তোলে অপরূপ রূপসী।

বাংলাদেশ সময়: ১৩:০৫:১৬   ৪৭০ বার পঠিত