শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩

সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

Home Page » সংবাদ শিরোনাম » সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩



oborudh_1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পূর্ব নির্ধারিত ৯ ও ১০ নভেম্বর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন প্রধানমন্ত্রীর সফরের কারণে প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় ১১ নভেম্বও সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। এছাড়াও ১০ নভেম্বর খাগড়াছড়ির প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। পিসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিনয়ন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারণ সম্পাদক বিলাস চাকমা এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পিসিপি পূর্ব নির্ধারিত প্রতিনিধি সম্মেলন রুটিন কাজ ও শান্তিপূর্ণ কর্মসূচি। জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের দেয়াল লিখন মুছে ও বাধাদানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়েছে। পিসিপি নেতারা হাসিনা সরকারকে জনসমর্থনহীন, পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণাকারী ও বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত করে বেঈমান আখ্যায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ০:৩৩:৫০   ৩৫৭ বার পঠিত