বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩
লালবাগে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » লালবাগে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর পুরানো ঢাকার লালবাগে কবুতর ধরতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পরে আব্দুল হাবিব রাফি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালবাগ খাজিদেওয়ান লেইনে এ ঘটনা ঘটে। রাফি ম্যাপলিফ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদশীরা জানান, খাজিদেওয়ান লেইনের ২৩ নম্বর বাসায় স্বপরিবারে থাকতো রাফি। বিকেলে পাঁচতলার ছাদে কবুতর নিয়ে খেলা করছিলো সে। একটি কবুতর ধরতে ছাদের কিনার ঘেষে দৌঁড়ে চলে যায় রাফি। এসময় হটাৎ পাচঁতলার ছাদ থেকে পার্শ্ববর্তী একতলা টিনসেডের উপর পড়ে যায়। তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা।
পরে বিকেল সোয়া পাঁচটায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রাফির বাবা আব্দুর রহিম। লালবাগে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মহসিন জানান, ঘটনার পর রাফির লাশ লালবাগ থানা পুলিশের কাছ থেকে পরিবারের সদস্যরা নিজ জিম্মায় নিয়ে গেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪০ ৯৭০ বার পঠিত