বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩

হরতালকারীদের আগুনে দগ্ধ শিশু মনিরের আজ মৃত্যু হোল :দোষীদের শাস্তির দাবিতে গাজীপুর বাসী।

Home Page » জাতীয় » হরতালকারীদের আগুনে দগ্ধ শিশু মনিরের আজ মৃত্যু হোল :দোষীদের শাস্তির দাবিতে গাজীপুর বাসী।
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডট কমঃ
 
 

গাজীপুরে তিনদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে আজ মারা গেলো  আগুনে দগ্ধ শিশু মনির (১৪)। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আকম মোজাম্মল হক জানান,  ১৮ দলীয় জোটের ডাকা ৪ নভেম্বর ভোর ৬টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন সোমবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হরতালকারীরা দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেয়। এতে কাভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা শিশু মনিরুজ্জামান মনিরের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে বার্ন ইউনিটে মারা যায়। মনিরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে।
উলে¬খ্য, গত ৪ নভেম্বর কালিয়াকৈরগামী কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৬৯৩৪) গার্মেন্টসের মালামালের জন্য অপেক্ষা করছিল। গাড়ির ড্রাইভার মনিরের বাবা মনিরকে গাড়িতে রেখে বাইরে অপেক্ষা করছিলেন। হঠাৎ হরতাল সমর্থকরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৬   ৩৮৪ বার পঠিত