বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩
৯৬ ঘণ্টার হরতাল আসছে
Home Page » সংবাদ শিরোনাম » ৯৬ ঘণ্টার হরতাল আসছেবঙ্গ-নিউজ ডটকমঃ ফের টানা ৯৬ ঘণ্টার হরতাল কর্মসূচি আসছে। নির্দলীয় সরকারের দাবিতে আগামী রোববার থেকে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন জোট শরিক একটি দলের মহাসচিব। গতকাল বুধবার ওই নেতা জানান, সর্বশেষ জোটের বৈঠকে জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচি ঘোষণার ক্ষমতা দিয়েছেন। দুই দফায় ১২০ দিনের টানা হরতাল পালনের পর এবার ৬ ঘণ্টা বেড়ে ৯৬ ঘণ্টার টানা হরতাল আসছে। তবে, গতকাল টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি দিন তারিখ উল্লেখ না করলেও শিগগির পরবর্তী কর্মসূচি আসছে বলে জানান। পাশাপাশি তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দলীয় সরকার পদ্ধতি আদায়ে রাজপথেই চূড়ান্ত পায়সা হবে। বিএনপি কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপি সদস্যসচিব আব্দুস সালাম জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এক দফার আন্দোলনে রয়েছে। নির্দলীয় সরকারব্যবস্থা আদায়ে কঠোর কর্মসূচি আসতেই পারে। দুই দফায় ১২০ ঘণ্টার হরতাল পালন করেছে বিরোধী জোট। হরতাল কর্মসূচির ফলাফল শূন্য। পাওনা বলতে মানুষের চরম দুর্ভোগ, পরীক্ষার্থী-অভিভাবকদের হতাশা, রপ্তানিতে ব্যাঘাত, যানবাহন জ্বালাও-পোড়াও, হত্যা ও জখম। কিন্তু তার পরও সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। এখনও পর্যন্ত সরকার একচুলও নড়া তো দূরের কথা, বরং সর্বদলীয় সরকার গঠনে তৎপর রয়েছে। সরকারের এ সিদ্ধান্তের রাজনৈতিক মোকাবিলা কীভাবে করা সম্ভব তাও বিরোধী জোটের ভাবনায় নেই। জোট প্রধান দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলছেন, তারা কয়েক দিনের মধ্যে আগামীর কর্মসূচি জানাবেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:২৩ ৪১৯ বার পঠিত