বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩
মংউচিং ও পংকজকে বান্দরবানবাসীর সংবর্ধনা
Home Page » সংবাদ শিরোনাম » মংউচিং ও পংকজকে বান্দরবানবাসীর সংবর্ধনাবঙ্গ-নিউজ ডটকমঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর প্রতিযোগী মংউচিং ও পংকজ এখন বান্দরবানে। তাদের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বান্দরবানের সুয়ালক এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বান্দরবান শহর প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী রাজার মাঠে গিয়ে শেষ হয়। সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) কে. এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য্য, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা প্রমুখ।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ শোভাযাত্রায় অংশ নেন।
বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম বলেন, বান্দরবানের মতো পাহাড়ি দুর্গম অঞ্চলের দুই উদীয়মান সঙ্গীত শিল্পীর জন্য বান্দরবানবাসী আজ গর্বিত।
এদিকে, বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশের উদীয়মান দুই সঙ্গীত শিল্পী পংকজ এবং মংউচিংকে গণসংবর্ধনা দেবে বান্দরবানবাসী। সংবর্ধনা শেষে ওপেন কনসার্টে মঞ্চ মাতাবেন উদীয়মান দুই সঙ্গীত শিল্পী।
উল্লেখ্য, দেশের বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’ এ বান্দরবানের মংউচিং মার্মা মং এখন সেরা ৬-এ। তার স্বপ্ন বাংলাদেশি আইডল হওয়া এবং দেশের সঙ্গীতাঙ্গনে নিজেকে উজাড় করে দেওয়া।
অপরদিকে, আরেক প্রতিভাবান প্রতিযোগী পংকজ কান্তি দেবনাথ সেরা সাত থেকে বিদায় নিলেও তার অসাধারণ সঙ্গীত নৈপূণ্য দেশের সঙ্গীতাঙ্গনে দারুন সাড়া জাগিয়েছে।
পংকজ এবং মংউচিং-এর আগমনকে ঘিরে বান্দরবানে এখন সাজ সাজ রব বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৪:১৬:০৭ ৪০০ বার পঠিত