বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩
জাতীয় সংহতি দিবসে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা
Home Page » প্রথমপাতা » জাতীয় সংহতি দিবসে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধাবঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় সংসহতি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও শেরেবাংরা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তিনি মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ। জাতীয় সংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। দিবসটি উপলক্ষে সকাল থেকেই মাজার এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। খালেদা জিয়া মাজার জিয়ারত শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ক্যাম্প উদ্বোধন করে তিনি চলে যান।
বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৪ ১৪৪১ বার পঠিত