বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩
সিলেটে শেষ দিনেও বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ, ককটেল
Home Page » সারাদেশ » সিলেটে শেষ দিনেও বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ, ককটেলবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন সিলেট নগরীর বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে বিএনপি-জামায়াতসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি আম্বরখানা পয়েন্ট ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে অবস্থানরত ১৮ দলীয় জোটের সমাবেশে অংশ নেয়। এদিকে, সকাল সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সামনে হরতালের সমর্থনে মিছিল বের করে সিলেট মহানগর ১৮ দল। মিছিলকারীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহম্মেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, সহকারি সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা হাফিজ আবদুল হাই হারুন, সোহেল আহম্মেদ প্রমুখ।
সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের নেতৃত্বে জিন্দাবাজার এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি বন্দর বাজার ঘুরে পুনরায় জিন্দাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সকাল ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামানের নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলকারীরা কোর্ট পয়েন্ট ঘুরে মিরাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মীদের ঝটিকা মিছিল ও পিকেটিং করার খবর পাওয়া গেছে।
এদিকে, সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয় দুই প্লাটুন বিজিবি। সকাল থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে টহল দেয় তারা।
অন্যদিকে, হরতালে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু হালকা যান চলাচল করলেও দূরপাল্লার কোনো ধরনের যান স্টেশন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বন্ধ ছিল দোকানপাট।
সরকারি অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় ছিল কম।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সহকারী উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আয়ুব বঙ্গনিউজকে জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল শান্তিপূর্ণ হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০:০৭:০৮ ৩৯৪ বার পঠিত