বুধবার, ৬ নভেম্বর ২০১৩
জোটের হরতাল শেষ, স্বাভাবিক পল্টন এলাকা
Home Page » জাতীয় » জোটের হরতাল শেষ, স্বাভাবিক পল্টন এলাকাবঙ্গ-নিউজ ডটকমঃ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল। বুধবার সন্ধ্যা ৬টায় বিরোধী দলের টানা এ হরতাল শেষ হয়। হরতাল শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন। ১৮ দলীয় জোটের ডাকা এ হরতালে তিনি টানা ৬০ ঘণ্টা পল্টনের দলীয় কার্যালয়ে অবস্থান করেন। পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অতিরিক্ত নিরাপত্তাকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের অংশ হিসেবে টানা ৬০ ঘণ্টার হরতাল শেষ হলো। গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর ৬০ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ২২:০৩:৩৮ ৩৬৭ বার পঠিত