বুধবার, ৬ নভেম্বর ২০১৩

গাজীপুরে মহাসড়কে আগুন, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

Home Page » প্রথমপাতা » গাজীপুরে মহাসড়কে আগুন, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
বুধবার, ৬ নভেম্বর ২০১৩



sam_bg20130716142047.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হরতালের দ্বিতীয় দিন গাজীপুর শান্ত থাকলেও রাতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠে। দুই ঘণ্টার ব্যবধানে বিভিন্ন স্থানে ১২টি ককটেল বিস্ফোরণ, টায়ার জ্বালিয়ে আগুন ও গাড়ি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার বাঘের বাজার নামক স্থানের ভার্জিন কারখানার সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হরতালকারীরা হঠাৎ করে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করে মহাসড়ক অবেরাধ করেন। এরপর তারা গোল্ডেন গার্মেন্ট সংলগ্ন রাস্তায় আরো ২টি ককটেল মেরে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এসময় ২০/২৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পিকেটাররা মেম্বার বাড়ি আলী পোল্ট্রির সামনে একটি ককটেল বিস্ফোরণ করে অনুরুপ ঘটনা ঘটায়। রাত সাড়ে ৯টার দিকে একজন পুলিশ কর্মকর্তা ৩জন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে এসে হরতালকারীদের তোপের মুখে পড়েন। এসময় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হরতালকারীরা গাজীপুর শহরের বিভিন্ন স্থানে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই সময়ের মধ্যে সদর থানার সালনা এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ করে হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বাঘেরবাজার এলাকায় পর পর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় ১৮দলীয় জোট নেতা-কর্মীরা। জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ রিয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৫৬:৪৫   ৩২২ বার পঠিত