বুধবার, ৬ নভেম্বর ২০১৩
জাবির ভর্তি আবেদন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা
Home Page » প্রথমপাতা » জাবির ভর্তি আবেদন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরাবঙ্গ-নিউজ ডটকমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণী এবং স্নাতক প্রোগ্রামের ভর্তির আবেদন পূর্ণঙ্গভাবে সম্পন্ন করতে পারেন নি ভর্তিচ্ছুরা। টেলিটক মোবাইল ফোনে এসএমএস করে আবেদন করার ক্ষেত্রে বার বার চেষ্টা করেও অনেকেই যথা সময়ে পিন নম্বর, ইউজার নেম, পাসওয়ার্ড পাচ্ছে না। অনেকের টাকাও কাটছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
ভর্তির আবেদন করার শেষ সময় ছিল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বার বার চেষ্টা করেও ভর্তির আবেদন পত্র পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে না পারায় চিন্তিত হয়ে পড়েছেন অনেকে।
বিজ্ঞপ্তিতে দেওয়া তিনটি মোবাইল নম্বরে এই অভিযোগটি করেছেন ভুক্তভোগী ভর্তিচ্ছুরা। উক্ত সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভর্তিচ্ছুরা।
শামীম হোসেন নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, তিনি মঙ্গলবার রাত ৮টায় ভর্তি আবেদনের এসএমএস পাঠান।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী ১৬২২২ এ নম্বরে এসএমএস পাঠান। এরপর ১৬২২২ নম্বর থেকে ফিরতি এসএমএস আসে । ওই এসএমএসে পিন নম্বার দিয়ে নির্দেশনা দেওয়া হয় ভর্তি ফি পরিশোধের। কিন্তু ভর্তি ফি পরিশোদের জন্য এসএমএস করলে রাত ১২টা পর্যন্ত টাকা কাটা সংক্রান্ত ফিরতি এসএমএস আসেনি।
বিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী বলেন, তার আবেদন গ্রহণ করা হবে কিনা তিনি জানেন না।
এ নিয়ে বঙ্গনিউজের এ করেসপন্ডেন্টের ফেসবুক মেসেজ পাঠিয়েছেন একজন। তিনি লিখেছেন, জাবিতে সোমাবর (গতকাল) থেকে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যাপারটা একটু খোঁজ নেবেন কি? আমার পরিচিত পরীক্ষার্থীরা বারবার ফোন দিচ্ছে। অফিসে বলেছে, হয়ে যাবে কিন্তু বিকেল গড়িয়ে যাচ্ছে এখনও কিছু হচ্ছে না। অনেকের পিন আসছে কিন্তু পরে ইউজার নেম আর পাসওয়ার্ড আসছে না এবং টাকাও কেটে নিচ্ছে না। অনেকের পিনও আসছে না। শেষ দিনে আজ অবস্থা আরও খারাপ।
বাংলাদেশ সময়: ১:৪২:৪৬ ৩৭০ বার পঠিত