মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩
সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
Home Page » জাতীয় » সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সচিবালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সচিবালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়। প্রতক্ষদর্শীরা বঙ্গনিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি চলমান সিএনজির ভেতর থেকে সচিবালয়ের দেওয়ালে একটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে সিএসজিটি পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১:৩১:১০ ৩৫১ বার পঠিত