মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩
হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৩৮
Home Page » সংবাদ শিরোনাম » হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৩৮বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী থেকে ৩৮জন হরতাল সমর্থকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপি পুলিশ কমিশনারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ বঙ্গনিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বঙ্গনিউজকে বলেন, হারতালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত এদের মধ্যে এক সাজা দেওয়া দেয়। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ২১:২২:৪৮ ৩৫৫ বার পঠিত