মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩

নরওয়ে’র যাত্রীবাহী বাসে ছুরিকাঘাতে তিনজন নিহত

Home Page » বিশ্ব » নরওয়ে’র যাত্রীবাহী বাসে ছুরিকাঘাতে তিনজন নিহত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩



norway220131105093415.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নরওয়ে’র মহাসড়কে একটি বাসে ‘বেপরোয়া’ ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নরওয়ের পশ্চিমাঞ্চলীয় আর্ডাল শহরের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নরওয়ে’র জরুরি বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাজধানী অসলো থেকে দ্বিতীয় বৃহত্তম শহর বারগেনের দিকে যাওয়ার সময় ওই বাসের আরোহীদের জিম্মি করে এক ছুরিধারী ব্যক্তি। পরে ওই ব্যক্তির ছুরিকাঘাতে নিহত হন বাসটির চালক, ১৯ বছর বয়সী এক নারী এবং একজন সুইডিশ পর্যটক। ঘাতক ব্যক্তি ছাড়া ওই বাসটিতে এই তিনজনই ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুলিশ ওই ব্যক্তিকে আহতবস্থায় গ্রেফতার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আটক হওয়ার সময় হামলাকারী বেপরোয়া আচরণ করছিলেন । জরুরি বিভাগের একজন কর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রথমে এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিলো। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসা আশপাশের মানুষ ভেতরে একজন ধারালো অস্ত্রধারী ব্যক্তিকে দেখতে পান। অস্ত্র বের করে এ সময় তিনি সবাইকে হুমকি দেন। ২০০৩ সালেও একই মহাসড়কে অনুরূপ ঘটনায় এক বাসচালক নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০:১৩:১৯   ৩৪১ বার পঠিত