মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩

বগুড়ায় ট্রেনে ককটেল নিক্ষেপে আহত ২৫

Home Page » সংবাদ শিরোনাম » বগুড়ায় ট্রেনে ককটেল নিক্ষেপে আহত ২৫
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩



xna-020131028075251pagespeedicji47suk1c2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বগুড়া রেলওয়ে স্টেশনে একটি মেইল ট্রেনে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেছে হরতাল সর্মথকরা। এতে আহত হন ২০-২৫ জন যাত্রী। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনে এ হামলার পরপরই দ্রুত স্টেশন ত্যাগ করে ট্রেনটি। যাত্রী ওঠানামার জন্য ট্রেনটির বগুড়া স্টেশনে যাত্রাবিরতিকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিমল কুমার বঙ্গনিউজকে জানান, হরতালের সমর্থনে একটি মিছিল থেকে ট্রেনটিতে হঠাৎ ৪-৫টি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরতালকারীদের লক্ষ করে ৪০ রাউন্ড শর্টগান ও দুই রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় হরতাল সমর্থকরা। ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বঙ্গনিউজকে জানান, ককটেল নিক্ষেপের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫৬:১৩   ৩৭৭ বার পঠিত