মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩
গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনবঙ্গ-নিউজ ডটকমঃ জেলা শহর জয়দেবপুরের একটি স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া টঙ্গীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে জয়দেবপুরের রাজবাড়ি রোডে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে রাস্তায় কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এদিকে ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-৪১৪১) আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। আগুন দেখে বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। ঘটনার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এবিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বঙ্গনিউজকে বলেন, বাসে আগুন দেওয়ার কোনো সংবাদ এখনো পাইনি।
বাংলাদেশ সময়: ৯:৪৭:২৭ ৩৯৯ বার পঠিত