মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩

কারওয়ান বাজারে ৭ ককটেল বিস্ফোরণ

Home Page » সংবাদ শিরোনাম » কারওয়ান বাজারে ৭ ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩



coktel.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সাতটি ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা। এ ঘটনায় মনির হোসেন (৪২) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আহত মনির চাঁদপুরের খেয়াদিয়া এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারওয়ান বাজার কাঁচা বাজারের ভেতর থেকে এক দল পিকেটার হঠাৎ করে ওয়াসা ভবনের সামনে এসে পর পর সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ককটেলের আঘাতে একজন আহত হয়। এদিকে, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা পিকেটারদের লক্ষ্য করে চার রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।

তেজগাও জোনের সিনিয়র এসি আফরোজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ৯:৪০:৫৯   ৩৬৬ বার পঠিত