মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩
৬০ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনে
Home Page » প্রথমপাতা » ৬০ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনেবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি জামায়াতসহ ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বিতীয় দফায় টানা ৬০ ঘণ্টার এই হরতালের ডাক দেয়া হয়। এদিকে হরতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সকাল থেকেই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও পুলিশের টহল গাড়ি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নয়াপল্টন বিএনপি অফিস প্রতিবারের মতই ঘিরে রেখেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ৯:৩৫:২১ ৩২২ বার পঠিত