সোমবার, ৪ নভেম্বর ২০১৩

অর্ন্তবর্তীকালীন মন্ত্রী সভায় যোগদানকারীরা গণদুশমন

Home Page » জাতীয় » অর্ন্তবর্তীকালীন মন্ত্রী সভায় যোগদানকারীরা গণদুশমন
সোমবার, ৪ নভেম্বর ২০১৩



bnp20131104230135.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ যারা আওয়ামী লীগের অর্ন্তবর্তীকালীন মন্ত্রী সভায় যোগ দেবে তারা দেশের জণগণের কাছে রাজাকার এর মত নিন্দিত ও গণদুশমন হিসেবে চিহ্নিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নোমান বলেন, ১৯৭১ সালে মুসলিম লীগ মন্ত্রীসভা গঠন করেছিল ও ডেপুটি কমিশনারদের নেতৃত্বে রাজাকার বাহিনী গঠন করে অনেক মানুষ হত্যা করেছিল, শেষ পর্যন্ত তারা পালাবার পথ পায় নাই। এই সরকারও তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে নিজেদের নেতৃত্বে অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করলে তাদেরকেও সীমান্ত দিয়ে পালাতে হবে। ১৮ দলীয় জোট আহুত তিনদিন ব্যাপী হরতালের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর এ.কে খাঁন মোড়ে পাহাড়তলী থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোমান অভিযোগ করেন, বিএনপির অহিংস হরতালে সরকার নিরস্ত্র জনগণের উপর সশস্ত্র হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। সরকারের মন্ত্রী, এমপিরা দুর্নীতি ও লুটপাট করে হাজার হাজার কোটি টাকার যে সম্পদের মালিক হয়েছে তা রক্ষা করার জন্য যেকোন মূল্যে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আবদুল্লাহ আল নোমান বলেন, চলমান গণঅভূত্থানেই এই সরকারের পতন হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির হিসেবে ছিলেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র মঞ্জুরুল আলম মঞ্জু এখন থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে থাকার ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.কে. খোদা তোতন, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ। সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০২   ৩৩৪ বার পঠিত