সোমবার, ৪ নভেম্বর ২০১৩

ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ

Home Page » সংবাদ শিরোনাম » ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ
সোমবার, ৪ নভেম্বর ২০১৩



full_634045471_1378120387.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ছাত্রদলের কেন্দ্রীয় উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহকে পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহবাগে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, মাকসুদ হাইকোর্ট থেকে রিক্সায় চড়ে তার চেম্বার ইস্টার্ন প্লাজার দিকে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, গাড়ি শাহবাগে দিয়ে যাওয়ার সময় কবি জসিম উদ্দিন হল শাখার ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তাকে রিক্সা থেকে নামিয়ে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। যোগাযোগ করা হলে মেহেদী হাসান বঙ্গনিউজকে বলেন, ক্যাম্পাসে অছাত্রদের অনুপ্রবেশ ঠোকাতে সাধারণ ছাত্ররা কাউকে মারধর করতে পারে। এ ব্যাপারে আমার কোন সম্পৃক্ততা নেই। মাকসুদ উল্লাহ ঢাকা বিশ্বাবিদ্যালয়ে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে আইন বিভাগের ছাত্র ছিলেন। এছাড়া তিনি কবি জসিম হলের সাবেক ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদকও ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৬   ৩৩৬ বার পঠিত