সোমবার, ৪ নভেম্বর ২০১৩

বিএনপি কার্যালয়ের কাছে টায়ারে আগুন, আটক ৩

Home Page » সংবাদ শিরোনাম » বিএনপি কার্যালয়ের কাছে টায়ারে আগুন, আটক ৩
সোমবার, ৪ নভেম্বর ২০১৩



image_59881.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হরতালের সমর্থনকারী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকে ভাসানি ভবনের পাশে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুন জ্বালানোর এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় একজন নিজেকে চা-বিক্রেতা ও একজন রিকশাচালক হিসেবে দাবি করেছেন। এ ঘটনার পর নয়াপল্টনে আগের চেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:১৪:৪৮   ৩৮২ বার পঠিত