সোমবার, ৪ নভেম্বর ২০১৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব আল হাসান,দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Home Page » খেলা » ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব আল হাসান,দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গ-নিউজ ডটকমঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাকিব আল হাসানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকালে বিশ্ব সেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ককে দেখতে অ্যাপোলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা এই কৃতি খেলোয়ারের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পাশে কিছু সময় অবস্থান করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ রহমতউল্লাহ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বাংলাদেশে সফররত নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগের দিন ২৮ অক্টোবর সাকিবকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৭ ৩৫৮৯ বার পঠিত