সোমবার, ৪ নভেম্বর ২০১৩
আবারও বাংলাওয়াস হল নিউজিল্যান্ড
Home Page » ক্রিকেট » আবারও বাংলাওয়াস হল নিউজিল্যান্ডবঙ্গ-নিউজ ডটকমঃ ২০১০ এর পর আবারও বাংলাওয়াস হল নিউজিল্যান্ড। ৩০৭ রানের টার্গেট এ ব্যাটিং করতে নেমে ৪৯.২ ওভারে চার মেরে খেলা শেষ করে বাংলার দামাল ছেলেরা। শামসুর রাহমান ৯৬ রান,নাসির ৪৪,মমিনুল ৩২ এর ভর করে বাংলাদেশ সিরিজ জয় করে।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫৯ ৪৩৭ বার পঠিত