সোমবার, ৪ নভেম্বর ২০১৩
ফরিদপুরে বিজিবি মোতায়েন
Home Page » সংবাদ শিরোনাম » ফরিদপুরে বিজিবি মোতায়েনবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের ১ম দিনে ফরিদপুরে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন প্লাটুন বিজিবি সদস্য আনা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বঙ্গনিউজকে জানান, হরতালে ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার রাতে ফরিদপুরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে তিন প্লাটুন বিজিবির জন্য আবেদন জানানো হয়। বেলা ১১টার দিকে বিজিবি ফরিদপুরে পৌঁছায়। তিনি জানান, ১১টার কিছু সময় পর থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার যে কোনো জায়গায় পরিস্থিতি অনুযায়ী বিজিবি কাজ করবে। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দেবে।
বাংলাদেশ সময়: ১২:০৫:১৩ ৩৬০ বার পঠিত