সোমবার, ৪ নভেম্বর ২০১৩
নির্দলীয় সরকারের বিষয়েই আলোচনা হতে পারে
Home Page » জাতীয় » নির্দলীয় সরকারের বিষয়েই আলোচনা হতে পারেবঙ্গ-নিউজ ডটকমঃ কেবল নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়েই আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতাল চলাকালে সোমবার সকাল এগারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। ফখরুল অভিযোগ করেন, সরকারের আন্তরিকতা নেই। আন্তরিকতা থাকলে সংলাপে বসার জন্য হরতাল কোনো অন্তরায় হতে পারে না। তিনি বলেন, বিএনপিও সংলাপ চায়, সমঝোতা চায়। কিন্তু সেই সংলাপ সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে হতে হবে। বিরোধী দলীয় নেতা যে রূপরেখা দিয়েছেন তার ওপর আলোচনা হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী যে সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়েছেন সে বিষয়ে কোনো আলোচনা হতে পারে না। সরকার অতীত ভুলে গিয়ে গায়ের জোরে সরকার পরিচালনা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা জনগণকেই হত্যা করে প্রধানমন্ত্রী সমঝোতার রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এখন এই অবস্থায় আন্দোলন ছাড়া কোনো পথ নেই।
তবে সরকারের আন্তরিকতা থাকলে বিএনপি এখনো নিঃশর্ত আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান ফখরুল।
বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৫ ৩৩৪ বার পঠিত