সোমবার, ৪ নভেম্বর ২০১৩
ক্যামব্রিয়ান কলেজ হরতালেও খোলা!
Home Page » সংবাদ শিরোনাম » ক্যামব্রিয়ান কলেজ হরতালেও খোলা!বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালেও ক্যামব্রিয়ান কলেজ খোলা! সহিংস এ হরতালের মধ্যেও বিএসবি ফাউন্ডেশনের ক্যামব্রিয়ান কলেজের সব ক্যাম্পাস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । শিক্ষার্থীদের বলা হয়েছে, কলেজে না এলে তাদের জরিমানা করা হবে। শিক্ষার্থীদের জীবন নিয়ে এ ধরনের টানাটানি দেখার যেন কেউ নেই। যেখানে সব বিদ্যালয় বন্ধ, সেখানে এই কলেজ খোলা রাখার কি কোনো মানে আছে। উল্লেখ্য, ১৮ দলের ডাকা দেশব্যাপী টানা তিনদিনের হরতাল শুরু হয়েছে সোমবার সকালে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১১:৪০:০৮ ৩৬৭ বার পঠিত