রবিবার, ৩ নভেম্বর ২০১৩

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, দোকানি আহত

Home Page » প্রথমপাতা » গাজীপুরে ককটেল বিস্ফোরণ, দোকানি আহত
রবিবার, ৩ নভেম্বর ২০১৩



2012-12-11-06-34-15-50c6d3e7c564e-_azi7074.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হরতালের আগের দিন সন্ধ্যায় গাজীপুর শহরে ছয় থেকে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সালাউদ্দিন খন্দকার (২০) নামে এক চা-দোকানি সামান্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টায় গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চের পাশে দোকানের সামনে হঠাৎ করেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে চা-দোকানি সালাউদ্দিন খন্দকারের মুখে বিস্ফোরক দ্রব্যের আঘাত লাগে। তবে তার অবস্থা গুরুতর নয়। আহতের বাবার নাম রউফ খন্দকার। বাসা গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকায়। আহত সালাউদ্দিন বঙ্গনিউজকে জানান, চা বিক্রির সময় স্টল থেকে সামনে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ককটেলের বিস্ফোরক দ্রব্য মুখে আঘাত হানে। গাজীপুর শহরে দায়িত্বরত জরুরি পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বঙ্গনিউজকে জানান, তারা বিএনপি অফিসের সামনে ছিলেন। মুক্তমঞ্চের পাশে ককটেল বিস্ফোরণের শব্দ তারা পাননি।

এছাড়া বিকেল পাঁচটা থেকে গাজীপুর শহরের জোরপুকুর পাড়, শিববাড়ি, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ছয়/সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৫৬   ৩৪৪ বার পঠিত