রবিবার, ৩ নভেম্বর ২০১৩

না.গঞ্জে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

Home Page » সংবাদ শিরোনাম » না.গঞ্জে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
রবিবার, ৩ নভেম্বর ২০১৩



d9af129674046ae02d7dad0db7d6ff68_xl.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে একটি বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। সেই সঙ্গে আরো ৩/৪টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ২০/২২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রোববার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এ সব ঘটনা ঘটানো হয়। এতে প্রায় ১৫ মিনিট নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা বঙ্গনিউজকে জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল থেকে হরতালের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ২০/২২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে পার্কিংয়ে থাকা একটি বাসে (চট্ট মেট্রো চ-০৩৩৬) আগুন দেন তারা। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। এ সময় তারা আরো ৩/৪টি বাস ভাঙচুর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) জিন্নাহ বাংলানিউজকে জানান, নাশকতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ‍ানোর আগেই পিকেটাররা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৮   ৩৭০ বার পঠিত