রবিবার, ৩ নভেম্বর ২০১৩

হরতালের কারনে পেছানো হল জেএসসি ও জেডিসি পরীক্ষা

Home Page » প্রথমপাতা » হরতালের কারনে পেছানো হল জেএসসি ও জেডিসি পরীক্ষা
রবিবার, ৩ নভেম্বর ২০১৩



untitled.pngবঙ্গনিউজক ডটকমঃ

হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পিছানো হল জেডিসি  ও জেএসসি পরীক্ষার সময়সূচী। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।

নতূন সময়সূচী অনুযায়ী ৪ তারিখের পরীক্ষা ৮ তারিখ দুপুর সোয়া দুইটায় এবং ৬ তারিখেরটা ৯ তারিখ সকাল ১০ টায়।

বাংলাদেশ সময়: ১৪:১১:৩২   ৪১৮ বার পঠিত