রবিবার, ৩ নভেম্বর ২০১৩

উত্তরায় যুবলীগ কার্যালয়ে আগুন

Home Page » সংবাদ শিরোনাম » উত্তরায় যুবলীগ কার্যালয়ে আগুন
রবিবার, ৩ নভেম্বর ২০১৩



fire-02_23063_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানী উত্তরার তিন নম্বর সেক্টরে যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে পেট্রোল দিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। আগুনে কার্যালয়ের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বঙ্গনিউজকে বলেন, আমি যুবলীগের কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ধরনের খবর পাইনি। পুলিশ পাঠিয়ে এ ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এর আগে ১৮ দলের একটানা ৬০ ঘণ্টা হরতালের সময়ও উত্তরার পাঁচ নম্বর সেক্টরে যুবলীগ কার্যালয়ে আগুন দেয় হরতাল সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১২:০৮:৫৫   ৩৫২ বার পঠিত