রবিবার, ৩ নভেম্বর ২০১৩
হালিশহরে আগুনে পুড়েছে ১০ বসতঘর
Home Page » সংবাদ শিরোনাম » হালিশহরে আগুনে পুড়েছে ১০ বসতঘরবঙ্গ-নিউজ ডটকমঃ নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকায় আগুন লেগে ১০টি কাচা বসত ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় চার লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। রোববার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারি পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন বঙ্গনিউজকে জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হয়। দুটি ইউনিটের চারটা গাড়ি প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি কাচা ঘর পুড়ে গেছে। এতে ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১:২৬:৩১ ৩৪৭ বার পঠিত