রবিবার, ৩ নভেম্বর ২০১৩
ট্রাইব্যুনাল ঘিরে সতর্ক পুলিশ
Home Page » প্রথমপাতা » ট্রাইব্যুনাল ঘিরে সতর্ক পুলিশবঙ্গ-নিউজ ডটকমঃ গেট থেকে: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রোববার সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকা পুলিশ ঘিরে রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সামনের রাস্তাটি। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান এপিসিও। ট্রাইব্যুনালের গেটের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রফিকুল আলম বঙ্গনিউজকে বলেন, আমরা এই এলাকায় পূর্ণ নিরাপত্তা বিধান করছি। অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের সামনের রাস্তাটি অন্যান্য রায়ের দিনের মতোই বন্ধ করে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ব্যবস্থা। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও দেহ তল্লাশি করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে সরেজমিন দেখা গেছে, ট্রাইব্যুনালে প্রবেশের দু’টি পথেই কড়া পাহারা বসানো হয়েছে। ট্রাইব্যুনালের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বরে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রাস্তায় অতিরিক্ত পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও দেহ তল্লাশি করছে। র্যাব ও পুরিশের সমন্বয়ে দলটি ট্রাইব্যুনালের সামনে ছাড়াও হাইকোর্টের প্রতিটি গেটে সতর্কাবস্থায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৭:৪৯ ৪০৪ বার পঠিত