রবিবার, ৩ নভেম্বর ২০১৩

সায়দাবাদে অপহরণ ঘটনায় আটক-২

Home Page » সংবাদ শিরোনাম » সায়দাবাদে অপহরণ ঘটনায় আটক-২
রবিবার, ৩ নভেম্বর ২০১৩



_88632_20-07-13_index7_228.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর সায়দাবাদ থেকে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় ইউসুফ (৩০) ও হাফিজ উদ্দিন (৩৫) নামে দুই জনকে আটক করেছে ৠাব-১০। একই সঙ্গে অপহৃত আমির হোসেনকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল থেকে তাদের আটক করা হয়। ৠাব-১০-এর অপারেশন অফিসার ফজলে রাব্বি বঙ্গনিউজকে জানান, রংপুর কাউনিয়া এলাকার আমির হোসেন নরসিংদী যাওয়ার পথে ৩১ অক্টোবর অপহৃত হন। অপহরণকারীরা আমির হোসেনের মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। পরে আমির হোসেনের পরিবার ৠাব-১০’র সঙ্গে যোগাযোগ করলে কৌশলে তাদের মুক্তিপণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে আমির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়

তিনি আরও বলেন, অপহরণের শিকার আমির হোসেনকে গত তিন দিন আটক রাখে অপহরণকারীরা। এ সময় তারা তার ওপর নির্যাতন করে। এ অপহরণকারী চক্রের অন্য সদস্যদের আটক করতে ৠাব-১০ এর একটি বিশেষ দল কাজ করছে। পাশাপাশি আটকদের ‍যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:১০   ৩৭৫ বার পঠিত