শনিবার, ২ নভেম্বর ২০১৩

খালেদার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক চলছে

Home Page » জাতীয় » খালেদার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক চলছে
শনিবার, ২ নভেম্বর ২০১৩



bnp-meeting-bg20130309085602.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা। শনিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল পূর্বনির্ধারিত এ বৈঠকে অংশ নিচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠকে কাজী আকরাম উদ্দিন আহমেদ ছাড়াও অংশ নিচ্ছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, হাজী আকরাম হোসেন, একে আজাদ, আনিসুল হক, সাবেক সভাপতি এম এ কাশেম, সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, দেওয়ান সুলতান আহমেদ, কামাল উদ্দিন আহমেদসহ বর্তমান পর্ষদের পরিচালকরা। ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান প্রমুখ।

এছাড়াও বৈঠকে অংশ নিচ্ছেন এফবিসিসিআই’র পরিচালক আবদুল হক, আনোয়ার সাদাত সরকার, বজলুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ, সাফকাত হায়দার, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আনোয়ার হোসেন, আবু মোতালেব, কোহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, আবদুর রাজ্জাক, জালাল উদ্দিন, একে এম শাহিদ রেজা, শফিকুল ইসলাম ভরসা, এম এ মোমেন, আবদুল ওয়াহেদ, জালাল উদ্দিন আহমেদ ইয়ামীন, হারুন উর রশিদ, কে এম আখতারুজ্জামান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শাহজালাল মজুমদার, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, আবদুল মোক্তাদির, কাজী শাহনেয়াজ প্রমুখ।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, উপ-অর্থ বিষয়ক সম্পাদক এস এম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান প্রমুখ।

ব্যবসায়ী নেতারা শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫১   ৩৬৫ বার পঠিত