শনিবার, ২ নভেম্বর ২০১৩

গাইবান্ধায় মহাসড়ক অবরোধ করে ১৮ দলের সমাবেশ

Home Page » সংবাদ শিরোনাম » গাইবান্ধায় মহাসড়ক অবরোধ করে ১৮ দলের সমাবেশ
শনিবার, ২ নভেম্বর ২০১৩



images-1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গাইবান্ধার পলাশবাড়িতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়কের সড়ক ও জনপথ (সিঅ্যান্ডবি) অফিস এলাকায় সমাবেশ করে তারা। এ সময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয় চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও থানা বিএনপির সভাপতি শাহ আলম সরকার, গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, জামায়াতের নেতা অধ্যাপক বেলাল উদ্দিন সরকার, আবু তালেব মাস্টার, বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বিএনপির নেতা আবুল কালাম আজাদ, শিবির সভাপতি শামীম আহম্মেদ, সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৭   ৩৯৬ বার পঠিত