শনিবার, ২ নভেম্বর ২০১৩
১৮ দলীয় জোটের হরতাল ঘোষণার পর নয়াপল্টন ঘিরে তৎপর পুলিশ
Home Page » প্রথমপাতা » ১৮ দলীয় জোটের হরতাল ঘোষণার পর নয়াপল্টন ঘিরে তৎপর পুলিশবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের হরতালের নতুন কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা ঘিরে উত্তেজনা বাড়ছে। বিএনপি অফিসের দুই পাশে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ সন্দেহভাজনদের তল্লাশি করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কার্যালয়ের সামনে। সেখানে নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ। হরতাল ঘোষণার পর যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।
এ ব্যাপারে পল্টন থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বলেন, হরতাল সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সে জন্যই বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে শনিবার সোয়া এগারোটার সময় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার ভোর ছ’টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৯:০৫:১৭ ৩৯৮ বার পঠিত