শুক্রবার, ১ নভেম্বর ২০১৩

পিরোজপুরে বিএনপি নেতা ব্যারিস্টার সরোয়ার জেলহাজতে

Home Page » সংবাদ শিরোনাম » পিরোজপুরে বিএনপি নেতা ব্যারিস্টার সরোয়ার জেলহাজতে
শুক্রবার, ১ নভেম্বর ২০১৩



pirojpur3.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা মেজর (অব.) ব্যারিস্টার এম সরোয়ার হোসেনকে পিরোজপুর জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ভোরে তাকে পিরোজপুর জেলহাজতে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরে হরতাল পালন শেষে ঢাকার বনানীতে অবস্থিত বাসায় যান তিনি। ৩০ অক্টোবর রাতে সরোয়ারকে তার বনানীর বাসার সামনে থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভোরে তাকে পিরোজপুর আনা হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলা যুবলীগ সম্পাদকের ভাই মিঠু গাজী হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক আলী মাসুদ তাকে পিরোজপুর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন বলেন, উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে সরোয়ারকে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে সরোয়ারের নিঃশর্ত মুক্তি দাবি করেন। উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষদিন ২৯ অক্টোবর সকালে পিরোজপুরে মিঠু গাজীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সরোয়ারকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:২৫   ৩৮৮ বার পঠিত