শুক্রবার, ১ নভেম্বর ২০১৩
ঢাবির ভর্তি পরীক্ষায় অসদুপায়, আটক ২
Home Page » প্রথমপাতা » ঢাবির ভর্তি পরীক্ষায় অসদুপায়, আটক ২বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভাগ পরির্তন ইউনিট ‘ঘ’ এর ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে। শুক্রবার সকাল ১০ টায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০১৩-২০১৪ সালের ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ১ হাজার ৩৫৬টি আসনের বিপরীতে ৮৬ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেন। ঢাবির প্রক্টর অফিস জানায়, আনোয়ারা মুসলিম গার্লস স্কুল থেকে শাহিন মাহমুদ নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৬২৬৭২৯। ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন, তাদের কাছে তথ্য ছিল, শাহিন মাহমুদ অসদুপায় অবলম্বন করতে পারেন। সে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তাকে বংশাল থানায় আটক রাখা হয়েছে। এদিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে পল্টন থানায় আটক রাখা হয়েছে।
ঢাবির প্রক্টর অফিস জানায়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা চালকালে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন বেজে উঠে। মোবাইলে ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর এসএমএস হিসেবে আসে। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষক ওই শিক্ষার্থীকে হাতে-নাতে ধরে পুলিশের কাছে দেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভর্তিচ্ছু পরীর্ক্ষাদের কাছ থেকে ৭টি হাত ঘড়ি জব্দ করেছে। অসদুপায় অবলম্বনের কোনো ডিভাইস পাওয়া গেলে যাদের কাছ থেকে ঘড়িগুলো জব্দ করা হয়েছে তাদের ভর্তি পরীক্ষা বাতিল করা হবে। আর না পাওয়া গেলে ঘড়িগুলো ভেতর দেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হরে সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১২:৩৭:০১ ৩৫৭ বার পঠিত