শুক্রবার, ১ নভেম্বর ২০১৩
শিবির পুলিশ সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
Home Page » সংবাদ শিরোনাম » শিবির পুলিশ সংঘর্ষ, মহাসড়ক অবরোধবঙ্গ-নিউজ ডটকমঃ হরতালে সহিংসতার ঘটনায় বৃহস্পতিবার রাতে ১৯ আসামীকে গ্রেফতারকে কেন্দ্র করে সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক অংশে অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। অবরোধ সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে। স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে সহিংসতার মামলায় ১৯ আসামীকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার সকালে উপজেলার বাড়বকুন্ডের শুকলাল হাট এলাকায় সড়ক অবরোধ করে ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে তারা। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রুপ নেয়। পরে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আরো কয়েকটি জায়গায় অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বঙ্গনিউজকে বলেন, ‘সীতাকুন্ডে সহিংসতার ঘটনায় ১৯ জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। একটি এলাকা থেকে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। আরো কয়েকটি জায়গায় অবরোধ আছে। এগুলো সরিয়ে দিতে পুলিশ চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১২:২৪:৪৫ ৩৬৮ বার পঠিত