বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩

বিএনপির সমর্থক হওয়াতো দোষের কিছু নয়: ন্যান্সি

Home Page » জাতীয় » বিএনপির সমর্থক হওয়াতো দোষের কিছু নয়: ন্যান্সি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



index.jpgবঙ্গ নিউজ ডটকমঃ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনার বাড়িতে ‘পুলিশ তল্লাশির নামে হয়রানির’ পর ভীত ও বিব্রত বোধ করছেন তিনি।   ন্যান্সির ভাষায় পুলিশের এই অভিযান ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক’।  “আমি গানের মানুষ। রাজনৈতিক অঙ্গনের মানুষ নই। সব মতের মানুষের জন্য আমি গান করি। তবে শিল্পীস্বত্তার বাইরে আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমি বিএনপির সমর্থক। এ তো দোষের কিছু নয়।”  সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘সংশয়, উৎকণ্ঠার এই সময়ে’ গত ২১ অক্টোবর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে শান্তি ও সমঝোতার আহ্বান শুনে তিনি ‘আশাবাদী ও আলোড়িত’ হন। সেই অনুভূতির কথা তুলে ধরেই ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস মেসেজ দেন।  “আমার ওই স্ট্যাটাস অনেকে সমর্থন করেছে। অনেকে লাইক দিয়েছেন। সমর্থনসূচক কমেন্ট করেছেন অনেকই। আবার কেউ কেউ খুবই আপত্তিকর ও আক্রমনাত্মক ভাষায় সমালোচনা করেছেন। আমি মনে করি, যে কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে মতামত দেয়ার অধিকার সবারই আছে। তবে তা শালীন, শোভন ও যুক্তিপূর্ণ হওয়া উচিৎ।”     ন্যান্সি অভিযোগ করেন, ফেইস বুকে স্ট্যাটাস দেয়ার কারণেই পুলিশ তার নেত্রকোনার বাড়িতে যায়।  “ওই বাড়ি খালিই থাকে। আমি দেশে গেলে ওই বাড়িতে উঠি। মধ্য রাতে দুটো ভ্যান আর একটি মোটর সাইকেলে করে এসে সাদাপোশাকের পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি নাকি আমার বাড়িতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছি।”  এই পরিস্থিতিতে পুলিশ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ন্যান্সি। তিনি এ বিষয়ে দেশবাসীর কাছে প্রতিকার ও সহযোগিতা চান।  “ফেইস বুকে মন্তব্য করে আমি আমার ভালো বা মন্দ লাগার কথাটা বলেছি। এটা কি দোষের? এজন্য আমার মতো শিল্পীকে ক্রিমিনাল বলা হবে? কার কাছে আমি প্রতিকার চাইব? পুলিশ বাহিনীর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে কি কোনো প্রতিকার আমি পাব?”  তিনি বলেন, ফেইসবুক ওই পোস্ট দেয়ার পর বিভিন্ন অচেনা ফোন নম্বার থেকে হুমকি দেয়া হচ্ছে। পুলিশের অভিযানের পর তা আরো বেড়েছে।  নিজের ও পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই শিল্পী বলেন, “যারা দায়িত্বে আছেন, তাদের কাছে জানাতে চাই, কি আমার অপরাধ। আমি শিল্পী মানুষ। আমার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আজ আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত।”  অন্যদের মধ্যে চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাসের সভাপতি এম এ মালেক, উপদেষ্টা আবু সালেহ, সাধারণ সম্পাদক মনির খান, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন শিশির, কণ্ঠশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সরকার পুলিশ ‘লেলিয়ে দিয়েছে’ বলে অভিযোগ করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনার বাড়িতে ‘পুলিশ তল্লাশির নামে হয়রানির’ পর ভীত ও বিব্রত বোধ করছেন তিনি।   ন্যান্সির ভাষায় পুলিশের এই অভিযান ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক’।  “আমি গানের মানুষ। রাজনৈতিক অঙ্গনের মানুষ নই। সব মতের মানুষের জন্য আমি গান করি। তবে শিল্পীস্বত্তার বাইরে আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমি বিএনপির সমর্থক। এ তো দোষের কিছু নয়।”  সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘সংশয়, উৎকণ্ঠার এই সময়ে’ গত ২১ অক্টোবর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে শান্তি ও সমঝোতার আহ্বান শুনে তিনি ‘আশাবাদী ও আলোড়িত’ হন। সেই অনুভূতির কথা তুলে ধরেই ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস মেসেজ দেন।  “আমার ওই স্ট্যাটাস অনেকে সমর্থন করেছে। অনেকে লাইক দিয়েছেন। সমর্থনসূচক কমেন্ট করেছেন অনেকই। আবার কেউ কেউ খুবই আপত্তিকর ও আক্রমনাত্মক ভাষায় সমালোচনা করেছেন। আমি মনে করি, যে কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে মতামত দেয়ার অধিকার সবারই আছে। তবে তা শালীন, শোভন ও যুক্তিপূর্ণ হওয়া উচিৎ।”     ন্যান্সি অভিযোগ করেন, ফেইস বুকে স্ট্যাটাস দেয়ার কারণেই পুলিশ তার নেত্রকোনার বাড়িতে যায়।  “ওই বাড়ি খালিই থাকে। আমি দেশে গেলে ওই বাড়িতে উঠি। মধ্য রাতে দুটো ভ্যান আর একটি মোটর সাইকেলে করে এসে সাদাপোশাকের পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি নাকি আমার বাড়িতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছি।”  এই পরিস্থিতিতে পুলিশ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ন্যান্সি। তিনি এ বিষয়ে দেশবাসীর কাছে প্রতিকার ও সহযোগিতা চান।  “ফেইস বুকে মন্তব্য করে আমি আমার ভালো বা মন্দ লাগার কথাটা বলেছি। এটা কি দোষের? এজন্য আমার মতো শিল্পীকে ক্রিমিনাল বলা হবে? কার কাছে আমি প্রতিকার চাইব? পুলিশ বাহিনীর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে কি কোনো প্রতিকার আমি পাব?”  তিনি বলেন, ফেইসবুক ওই পোস্ট দেয়ার পর বিভিন্ন অচেনা ফোন নম্বার থেকে হুমকি দেয়া হচ্ছে। পুলিশের অভিযানের পর তা আরো বেড়েছে।  নিজের ও পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই শিল্পী বলেন, “যারা দায়িত্বে আছেন, তাদের কাছে জানাতে চাই, কি আমার অপরাধ। আমি শিল্পী মানুষ। আমার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আজ আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত।”  অন্যদের মধ্যে চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাসের সভাপতি এম এ মালেক, উপদেষ্টা আবু সালেহ, সাধারণ সম্পাদক মনির খান, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন শিশির, কণ্ঠশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১০   ৪৬৪ বার পঠিত