বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩
মুঈনুদ্দীন ও আশরাফের মামলার রায় ৩ নভেম্বর
Home Page » জাতীয় » মুঈনুদ্দীন ও আশরাফের মামলার রায় ৩ নভেম্বর
বঙ্গ-নিউজ ডটকমঃ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মামলার রায় ৩ নভেম্বর ঘোষণা করা হবে। এ দুজনেই পলাতক রয়েছেন।
এ দু’জনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলার সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন মাহমুদ জানান, রোববার এই দুজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই তারিখ ঘোষণা করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, এই দু’জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৮জন বুদ্ধিজীবীকে অপহরণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন।
এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক তিনজন চিকিৎসক রয়েছে।
দু’জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ১১টি অভিযোগ রয়েছে।
ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয় যে, একাত্তরে বাংলাদেশের যুদ্ধের শেষের দিকে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী সংগঠন আল বদর বাহিনী পরিকল্পিতভাবে বুদ্বিজীবীদের হত্যা করে। মি. মুঈনুদ্দীন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনার অপারেশন ইন-চার্জ এবং মি. আশরাফ ছিলেন চীফ এক্সিকিউটর।
বর্তমানে চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরাজ্যে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে রয়েছেন।
এর আগে পলাতক থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের বিচার হয়েছে। মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
মি. মুঈনুদ্দীন ও মি. আশরাফের বিরুদ্ধে ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।
পলাতক দু’জনকে আদালতে হাজির হওয়ার জন্যে পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়।
এরপরও তাঁরা হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই ২৪ জুন থেকে বিচার কার্যক্রম শুরু হয়।
১৫ জুলাই থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার কার্যক্রম শেষে গত ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।সব শেষে ৩নভেম্বর এই মামলার রায় ঘোষনা করা হবে বলে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর কাছ থেকে।
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৩ ৩৩০ বার পঠিত