মুঈনুদ্দীন ও আশরাফের মামলার রায় ৩ নভেম্বর

Home Page » জাতীয় » মুঈনুদ্দীন ও আশরাফের মামলার রায় ৩ নভেম্বর
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



 

 

 

bangladesh_warcrimestribunal_ap_543.jpg   বঙ্গ-নিউজ ডটকমঃ

 

 

 

 

আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে অনেক দিন ধরেই।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মামলার রায় ৩ নভেম্বর ঘোষণা করা হবে। এ দুজনেই পলাতক রয়েছেন।

এ দু’জনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলার সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন মাহমুদ  জানান, রোববার এই দুজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই তারিখ ঘোষণা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, এই দু’জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৮জন বুদ্ধিজীবীকে অপহরণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক তিনজন চিকিৎসক রয়েছে।

দু’জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ১১টি অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয় যে, একাত্তরে বাংলাদেশের যুদ্ধের শেষের দিকে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী সংগঠন আল বদর বাহিনী পরিকল্পিতভাবে বুদ্বিজীবীদের হত্যা করে। মি. মুঈনুদ্দীন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনার অপারেশন ইন-চার্জ এবং মি. আশরাফ ছিলেন চীফ এক্সিকিউটর।

বর্তমানে চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরাজ্যে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে রয়েছেন।

এর আগে পলাতক থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের বিচার হয়েছে। মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।

মি. মুঈনুদ্দীন ও মি. আশরাফের বিরুদ্ধে ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।

পলাতক দু’জনকে আদালতে হাজির হওয়ার জন্যে পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়।

এরপরও তাঁরা হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই ২৪ জুন থেকে বিচার কার্যক্রম শুরু হয়।

১৫ জুলাই থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার কার্যক্রম শেষে গত ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।সব শেষে ৩নভেম্বর এই মামলার রায় ঘোষনা করা হবে বলে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর কাছ থেকে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৩   ৩২৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ