বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী আহত

Home Page » সংবাদ শিরোনাম » সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী আহত
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



road-acceedent_1389.pngবঙ্গ-নিউজ ডটকমঃ চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী আহতের জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে মহা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছোট কুমিরায় অবস্থিত লতিফা ছিদ্দিকী ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্রী ফারজানা ইসলাম শিলা (১৮) কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এবং আহত ছাত্রীর সহপাঠীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে কলেজ ও মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন কয়েক শতাধিক যানবাহনের যাত্রীরা। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বঙ্গনিউজকে জানান, কলেজ ছাত্রী আহত হওয়ার খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আহত ছাত্রীর চিকিৎসা খরচসহ জড়িতদের বিচারের আশ্বাস দিলে তারা ব্যারিকেড তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এঘটনায় ঘাতক পিকআপকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩৭   ৩৫৮ বার পঠিত