বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩

সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার

Home Page » জাতীয় » সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



a0feb527a70d7a71f5265bb80a7877de_xl.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহের শেষ দিকে তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, শিল্প হিসেবে ঘোষণা করলে সংবাদপত্র শিল্প সক্রিয় ও জীবন্ত হবে। এছাড়া সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড গঠনের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছে। এক কোটি টাকার তহবিল গঠনের জন্য মন্ত্রণালয়ের পক্ষে চূড়ান্ত করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে তা উপস্থাপন করতে পারবো। তিনি জানান, সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড আইন আকারে পাস হলে সরকারি-বেসরকারি উদ্যোগে বরাদ্দ নিয়ে তহবিল গঠন করা হবে। এর মাধ্যমে সাংবাদিকরা উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩২   ৩৯৮ বার পঠিত