বুধবার, ৩০ অক্টোবর ২০১৩
শেরপুরে ৪টি তাজা ককটেল উদ্ধার
Home Page » সংবাদ শিরোনাম » শেরপুরে ৪টি তাজা ককটেল উদ্ধার
বঙ্গ-নিউজ ডটকমঃ শেরপুর জেলা শহরের খাদ্য গুদাম ও সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের রাস্তা থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে ককটেলগুলো উদ্ধার করার হয়। জানাযায়, পুলিশের এক সদস্য ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে অবস্থানরত সন্দেহভাজন দুই যুবককে দেখে এগিয়ে গেলে তারা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত এএসপি মহিবুল ইসলাম খানসহ গোয়েন্দা পুলিশ ডিবি ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বঙ্গনিউজকে জানান, ধারণা করা হচ্ছে নাশকতার জন্য এগুলো আনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৩ ৪৭৫ বার পঠিত