বুধবার, ৩০ অক্টোবর ২০১৩

ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় উদ্বোধন হলো

Home Page » জাতীয় » ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় উদ্বোধন হলো
বুধবার, ৩০ অক্টোবর ২০১৩



ishurdi-airport-bg-72520131030060800.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঈশ্বরদীবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় উদ্বোধন করা হলো ঈশ্বরদী বিমানবন্দর। বুধবার এ বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে পুণরায় উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী লে.কর্নেল (অব.) ফারুক খান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে কে আসবে, আর কে আসবেনা তাতে কিছু আসে যায় না, সংবিধান অনুযায়ীই আগামী জানুয়ারী মাসে বাংলাদেশে নির্বাচন হবে। প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। ঈশ্বরদী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুক। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর যে স্বপ্ন দেখছেন তা পূরণ হবেনা। খালেদা জিয়ার বক্তব্য শিষ্টাচারের মাত্রাও অতিক্রম করেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো হুমকি ধামকি দিয়ে কাজ হবেনা, যথাসময়েই বাংলাদেশে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।

প্রসঙ্গত, কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে মঙ্গলবার থেকে পুনরায় চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত ঈশ্বরদী বিমান বন্দর। এখন থেকে প্রতি সপ্তাহে শনি ও সোমবার দু’দিন ঢাকা-ঈশ্বরদী-ঢাকা এর মধ্যে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ফ্লাইট সরাসরি চলাচল করবে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও ঈশ্বরদী বিমান বন্দর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ৩৭ আসনের ড্যাশ-৮-১০০ এয়ারক্র্যাফট দিয়ে বিমান পরিচালিত হবে। ঢাকা-ঈশ্বরদী-ঢাকা রুটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা। ঢাকা থেকে প্রতি শনি ও সোমবার বিমানটি ২টা ১০ মিনিটে ছেড়ে ঈশ্বরদী পৌঁছাবে ২টা ৫০ মিনিটে। এরপর ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে ৩টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে ৩টা ৫০ মিনিটে।

এদিকে মতবিনিময় সভায় বক্তারা বিমানের ভাড়া কমানোর দাবি জানালে বিমান মন্ত্রী মতবিনিময় সভা শেষ করে সাংবাদিকদের জানান, চার হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা নির্ধারণ করার জন্য ইউনাইটেড এয়ারওয়েজকে অনুরোধ করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত দাবি বাস্তবায়নের কার্যক্রম দেখার জন্য পাবনা, ঈশ্বরদী ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বিমান বন্দরে জড়ো হয়।

এর আগে লোকসানের অজুহাতে ১৯৯৬ সালের ৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরদী বিমান বন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে ঈশ্বরদী বিমান বন্দর চালুর দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৪   ১৮৯৭ বার পঠিত